শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম উল্লেখ করা নিয়ে কুন্তল ঘোষের মামলায় শীর্ষ আদালতের ভর্ৎসনার মুখে পড়ল কলকাতা হাই কোর্ট। 'অপ্রত্যাশিত পর্যবেক্ষণ', কুন্তল ঘোষকে ২৫ লক্ষ টাকা জরিমানা করা নিয়ে হাই কোর্টের উদ্দেশে এভাবেই হতাশা প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়। হাই কোর্টের সেই নির্দেশে স্থগিতাদেশ জারি করলেন তিনি। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পর এবার কুন্তল ঘোষের জরিমানাও মকুব হয়ে গেল।
শুক্রবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে শুনানি ছিল এই মামলার। তাতে অ্যাসিস্ট্যান্ট সলিসিটর জেনারেল এসভি রাজুর অভিযোগ, জেলে অত্যাচারিত হওয়া নিয়ে কুন্তল মিথ্যা গল্প বানিয়েছেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন