আজ, বুধবার সফলভাবে চাঁদে অবতরণ করেছে পৃথিবীর তৃতীয় চন্দ্রযান বিক্রম। ভারতের এই ঐতিহাসিক কৃতিত্ব অর্জনের পরপরই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ISRO চেয়ারম্যান এস সোমানাথকে টেলিফোনে অভিনন্দন জানান বলে জানা গিয়েছে। প্রধানমন্ত্রী ইসরো প্রধানকে বলেন, "সোমনাথ জি… সোমনাথ নামটিও চাঁদের সঙ্গে জুড়ে রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন