রাজ্যের বেশকিছু দুর্নীতিতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জড়িত বলে অভিযোগ বিরোধীদের। এমনকী ইতিমধ্যেই একাধিকবার ইডি-র জিজ্ঞাসাবাদের সামনে পড়েছেন অভিষেক।
অপরদিকে, মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখার আগেই মঞ্চ থেকে একের পর এক আক্রমণ শানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি চ্যালেঞ্জের সুরে বলেন, "আমার বিরুদ্ধে এতটুকু যদি প্রমাণ থাকে ইডি, সিবিআইয়ের কাছে,আমি বলছি একটা ফাঁসির মঞ্চ করো। আমি যেদিন এসেছি, তার পরের দিন ইডি-কে রেইড করতে পাঠিয়েছে। আমার অফিসের কম্পিউটারে ১৬ টা ফাইল ডাউনলোড করে এসেছে। আবার পরের দিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসে যদি রেইড করত, তাহলে আপনারাই বলতেন কলেজের লিস্ট পাওয়া যেত।"
এমনকী অভিষেক যখন বিদেশে চিকিৎসার জন্য গিয়েছিলেন, তখনও বিরোধীরা তাঁর দেশে ফিরে আসা নিয়ে সংশয় প্রকাশ করে কটাক্ষও করেছিলেন। সেই প্রসঙ্গ তুলেও তিনি বলেন, "আমি চিকিৎসার জন্য বাইরে গেছি। এমনভাবে তোলা হল যে, আমি ফিরব না। আমার পদবি মোদি, মাল্য নয়, আমার পদবি চোকসি নয়, আমার পদবি বন্দ্যোপাধ্যায়। মাথা উঁচু করে লড়াই করতে জানি।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন