যাদবপুর কাণ্ড নিয়ে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফের একবার মুখ্যমন্ত্রীর নিশানায় বাম নেতৃত্ব। কয়েকদিন আগেও একটি সভা থেকে যাদবপুর ইস্যুতে বামেদের দিকে আঙুল তুলেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন নেতাজি ইন্ডোরে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, "যাদবপুর বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা গর্ব করতাম। এখনও করি।
যাদবপুরের ঘটনা নিয়ে গত ১৪ তারিখ মুখ্যমন্ত্রী বলেছিলেন, "যাদবপুরে যেভাবে ছেলেটির বাবা মা অনেক স্বপ্ন নিয়ে নামকরণ করেছিলেন। যাদবপুরের ছেলেটিকে অত্যাচার করতে করতে, ওঁর বাবার সঙ্গে আমি ফোনে কথা বলেছি। ওর বাবা বলেছে বিচার চায়। ওর বাবা ফোনে বলেছে ও খুব কাঁদত বলব খুব অত্যাচার হয়েছে। আমি যাব ঠিক করেছিলাম। কিন্তু আমি এতো দূর।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন