অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভুয়ো সেনা কাণ্ডে একজনকে আটক করেছে রাজ্য পুলিশ। এশিয়ান হিউমান সোসাইটি জেনারেল সেক্রেটারি কাজি সাদেক হোসেনকে আটক করেছে পুলিশ। যাদবপুরে যাঁরা সেনা ইউনিফর্মে ঢুকেছিল, তাঁদের বিরুদ্ধে পুলিশ মামলা করেছে বলে জানা গিয়েছে। ১৪০ এবং ৩৪ ধারায় মামলা রুজু পুলিশের। অভিযোগ, ভারতীয় সেনার পোশাকের অবমাননা করা হয়েছে।
এই বিষয়ে পুলিশের তরফে সুয়োমোটো মামলা করে।
আচমকা বুধবার দুপুরে ভারতীয় সেনার পোশাকে হাজির হন ২৫-৩০ জন। তাদের পক্ষে একজন গিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথাও বলেন। জানান, বিভিন্ন সংবাদ মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ সমস্যার কথা জেনে তাঁরা এসেছেন। বিশ্ববিদ্যালয়ের শান্তি রক্ষার্থে যদি বাহিনী ব্যবহারের প্রয়োজন হয়, তাহলে বিশ্ববিদ্যালয় চাইলে তাঁরা পরিষেবা দেবেন। মানবাধিকার রক্ষার কাজ করলেও তাদের এই সংস্থা প্রতিরক্ষা মন্ত্রকের অধীনে কাজ করে বলেই দাবি করেছিলেন তাঁরা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন