ইতিমধ্যেই কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়েছে নতুন নিয়ম। সেই নিয়ম অনুযায়ী নয়া নিয়ম কার্যকর করার কথা ঘোষণাও করে দিয়েছে সিবিএসই, আইসিএসই। কিন্তু, কেন্দ্র নির্ধারিত সেই নিয়ম মানতে নারাজ রাজ্য। দ্বাদশ শ্রেণিতে সেমেস্টার নিয়মে নয়া পাঠ্যক্রম চালু করা নিয়ে ভিন্নমত পোষণ করছে এ রাজ্যের শিক্ষা দফতর। কী সেই ভিন্ন মত, কেমনই বা হবে সেই নতুন নিয়ম? সম্প্রতি তা নিয়ে হয়ে গেল বৈঠকও। শিক্ষা দফতর সূত্রের খবর, কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে এখনও একমত নয় রাজ্য! উচ্চ মাধ্যমিকের ২ টি সেমেস্টারের নম্বরকেই সমান গুরুত্ব দিয়ে পড়ুয়াদের মূল্যায়ন করতে চায় রাজ্য।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের আধিকারিকদের মতে, ২ টো সেমেস্টারকেই সমান গুরুত্ব না দিলে পড়ুয়াদের মধ্যে পরীক্ষা দেওয়ার আগ্রহ কমে যেতে পারে। দুটি সেমেস্টারকেই ৫০-৫০ গুরুত্ব দিয়ে পড়ুয়াদের মূল্যায়ন করার পক্ষপাতী রাজ্য। সূত্রের খবর, ইতিমধ্যেই, এই বিষয় নিয়ে একপ্রস্থ বৈঠক করেছে রাজ্যর।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন