গদর ২ ছবিটা যেন ভারতীয় দর্শকদের নস্টালজিয়া উসকে দিচ্ছে প্রতিদিন। তাই তো ২২ বছর পর সিকুয়েল আনা সত্বেও মানুষ দল বেঁধে এই ছবি দেখতে চলেছেন। ছবি মুক্তির তৃতীয় সপ্তাহেও হাউজফুল যাচ্ছে শো। মাত্র ১২ দিনে এই ছবি ৪০০ কোটির গণ্ডি টপকে গিয়েছে। তাই অনুমান করা হচ্ছে এটি শীঘ্রই শাহরুখের পাঠান ছবিটির সেট করা রেকর্ড ভেঙে দিতে পারে। শাহরুখ খান অভিনীত পাঠান ছবিটি ভারতীয় বক্স অফিসে ৫৪০ কোটি এবং বিশ্বজুড়ে ১০০০ কোটি টাকা আয় করেছে। এবার এই প্রসঙ্গে একটি সাক্ষাৎকারে মুখ খুললেন অনিল শর্মা। এক সাক্ষাৎকারে অনিল শর্মা বলেছেন, তিনি বা সানি কেউই কখনও বক্স অফিসের এই যে রমরমা সেটা নিয়ে মাথা ঘামাননি, বরং তাঁরা কেবল এটুকুই চেয়েছিলেন যাতে এই ছবিটি মানুষের মনে দাগ কাটতে পারে। সকলের ভালো লাগে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন