২৪ ঘন্টায় শারীরিক পরিস্থিতির তেমন কোনও অবনতি হয়নি। সোমবারের পর মঙ্গলবার সকালেও একইরকম অবস্থা প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর। আর একটু সুস্থ হতেই বাড়ি যাওয়ার আবদার জানাচ্ছেন তিনি। আলিপুরের যে বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন বুদ্ধদেব ভট্টাচার্য, সেখানকার চিকিৎসক সূত্রে খবর, মঙ্গলবার সকালে তিনি নাকি বলেছেন, "আমাকে ছেড়ে দিন, বাড়ি যাব। আমি আমার দু-কামরার ফ্ল্যাটেই ভাল থাকব।"
প্রসঙ্গত, গত শনিবার ফুসফুসের সমস্যা নিয়ে আলিপুরের বেসরকারি হাসপাতালে ভরতি হয়েছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তাঁর শরীর এতটাই খারাপ ছিল যে তড়িঘড়ি ৯ সদস্যের মেডিক্যাল বোর্ড তৈরি করে চিকিৎসা শুরু হয়। তাঁর ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছিল। এছাড়া শ্বাসকষ্টও ছিল। ইনভেসিভ ভেন্টিলেশনে রেখে টানা দু-দিন লড়াই চলে। সোমবার থেকে পরিস্থিতির উন্নতি হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন