আরও চাপে রাজ্যের শাসক-দল তৃণমূল। বারাসত বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত চেয়ে এবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি লিখলেন বঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। স্বরাষ্ট্রমন্ত্রীকে পাঠানো চিঠিতে এই ধরনের বিস্ফোরণের ঘটনা নিয়ে গভীর উদ্বেগপ্রকাশ করেছেন বঙ্গ বিজেপির নেতারা। এর আগে এদিন এই একই দাবি করতে শোনা গিয়েছিল বিজেপির আরেক নেতা শমীক ভট্টাচার্যকেও।
অমিত শাহকে পাঠানো চিঠিতে রবিবারের বিস্ফোরণের ঘটনা সম্পর্কে জানিয়ে সুকান্ত মজুমদার লিখেছেন, 'স্থানীয় মানুষজন জানিয়েছেন এদিনের বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ছয় থেকে সাতজনের মৃত্যু হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন