১২ দিন পর জামিন পেলেন নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধৃত ৪ শিক্ষক। শনিবার শর্তসাপেক্ষে তাঁদের অন্তর্বর্তী জামিন মঞ্জুর করল আলিপুর সিবিআই আদালত। প্রসঙ্গত, টাকা দিয়ে বেআইনি চাকরি পাওয়ার অভিযোগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন এই চার শিক্ষক। শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে বড়-বড় মাথাদের পাশাপাশি বেআইনিভাবে নিয়োগ পাওয়া শিক্ষকদের উপরেও নজর ছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। টাকা দিয়ে চাকরি পাওয়ার অভিযোগে ১২ দিন আগে সিবিআইয়ের হাতে গ্রেপ্তার হয়েছিলেন চার শিক্ষক- সাইগর হোসেন, সীমার হোসেন, জাহিরউদ্দিন শেখ ও সৌগত মণ্ডল। আদালত সূত্রে খবর, প্রথমে তাঁরা টাকা দিয়ে চাকরি পাওয়ার কথা স্বীকার করে নিলেও পরে সেকথা অস্বীকার করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন