হাসপাতালে ভর্তি বিতর্কিত জেলবন্দি অনুব্রত মণ্ডল। বুকে ব্যাথা, শ্বাসকষ্ট-সহ আরও কিছু সমস্যা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গিয়েছে। যে কারণে আদালতে পেশ করা গেল না অনুব্রতকে। তবে, আদালতে পেশ করা হল অনুব্রত কন্যা সুকন্যা-সহ অন্য ধৃতদের। বাবা অসুস্থ শুনে আদালত কক্ষে কেঁদে ফেললেন সুকন্যা মণ্ডল।
গরু পাচার মামলা দিল্লিতে কেন স্থানান্তর করা হবে, তা নিয়ে আসানসোলের বিশেষ সিবিআই আদালতের এজলাসে প্রশ্ন তুলেছিলেন অভিযুক্ত তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এর পাশাপাশি, জামিন এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট চালু করার জন্যও আর্জি জানিয়েছিলেন তিনি। বিগত এক বছর ধরে জেলে রয়েছেন অনুব্রত মণ্ডল। বারবার জামিনের আবেদন করেও কোনও সুরাহা হয়নি। বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল ওরফে কেষ্ট জামিন পেলে গরু পাচার মামলার পুরো তদন্ত প্রক্রিয়াতেই ধাক্কা লাগতে পারে বলে আদালতে দাবি করেছে ইডি, সিবিআই।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন