চোখের চিকিৎসা করাতে গত জুলাই মাসে আমেরিকা গিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত ২০ অগাস্ট কলকাতায় ফেরেন অভিষেক। মেয়ের হাত ধরে কলকাতা বিমানবন্দরে পা রাখতে দেখা গিয়েছিল তৃণমূলের এই হেভি-ওয়েটকে। তবে এই বিদেশযাত্রা ছিল ব্যক্তিগত কারণে। অন্তত, তেমনটাই তৃণমূল সূত্রের খবর। কিন্তু, এবার সরাসরি বিদেশ থেকে একটি বিশেষ আমন্ত্রণ পেলেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড।
জানা গিয়েছে, গত মার্চ মাসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে এসেছিলেন অস্ট্রেলীয় হাইকমিশনের আধিকারিকেরা। সেখানেই তাঁকে এই প্রোগ্রামের বিষয়ে বিশদে বলা হয়। এরপরে গত জুন মাসে মেইল করে আনিুষ্ঠানিক ভাবে আমন্ত্রণ জানানো হয়েছিল তাঁকে। সূত্রের খবর, সম্প্রতি তাঁকে ফের সেই আমন্ত্রণ গ্রহণের জন্য বার্তা পাঠানো হয়েছে।
অভিষেক শিবির সূত্রের দাবি, নবজোয়ার কর্মসূচি ও পঞ্চায়েত ভোটের কারণে তিনি এই আমন্ত্রণ পত্রের বিষয়ে বিশেষ নজরে দেননি। তবে ফের বার্তা আসায় গোটা বিষয়টি সম্পর্কে খোঁজ খবর নিচ্ছেন অভিষেক।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন