মাথার উপর ভেঙে পড়ল সুবিশাল ক্রেন। ঘটনাস্থলেই প্রাণ হারালেন ১৬ জন শ্রমিক। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানের সাহাপুর। থানের সাহাপুরে মুম্বই-নাগপুর এক্সপ্রেসওয়ে তথা সমরুদ্ধি মহামার্গের নির্মাণ কাজ চলছে। সেখানেই এদিন রাত ১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে।
কর্মরত শ্রমিকদের মাথার উপর ভেঙে পড়ে একটি সুবিশাল গ্যামট্রিক্রেন। যার তলায় চাপা পড়েন শ্রমিকরা। ঘটনাস্থলেই পিষে মৃত্যু হয় ১৬ জনের। সারগাঁও ও সারামবিগেইনের মধ্যবর্তী একটি জায়গায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পরই উদ্ধারকাজে ঝাঁপিয়ে পড়ে থানে পুলিস। ঘটনাস্থলে ছুটে আসে দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী। দুর্ঘটনার জেরে আহত হয়েছেন বহু শ্রমিক। তাঁদের কারও কারও চোট গুরুতর। আহতদের সাহাপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।
দুর্ঘটনায় মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মৃতদের পরিবার পিছু ৫ লাখ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা করেছেন তিনি। উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, কীভাবে এতবড় দুর্ঘটনা ঘটল? ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছে সরকার।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন