এসএসএকেএম-র উডবার্ন ব্লকে এদিন এলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন এসএসকেএম এর ডিরেক্টর মনীময় বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে পাওয়া খবর, মুখ্যমন্ত্রীর বাঁ পায়ের হাঁটুতে জল জমেছে। সেই জল বার করতেই বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হবেন তিনি। এই অস্ত্রোপচার হওয়ার পরে তাঁকে প্রায় ২৪ ঘন্টা পা সোজা রাখতে হবে। তারজন্য তিনি ওই হাসপাতালেই থাকতে পারেন। মুখ্যমন্ত্রী আসার জন্য আগেই চলেছে কড়া নিরাপত্তার ব্যবস্থার প্রস্তুতি।
সূত্রের খবর, উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে তিনি ভর্তি হবেন। ওই কেবিনের চারপাশ সিসিটিভি ক্যামেরায় মুড়িয়ে ফেলা হয়েছে।
২৭ জুন উত্তরবঙ্গে হেলিকপ্টারে জরুরি অবতরণের জেরে কোমরে ও হাঁটুতে চোট পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখান থেকে তিনি আসেন এসএসকেএম হাসপাতালে। হাসপাতালে আসার পর তাঁকে এম আর আই করতে নিয়ে যাওয়া হয়েছিল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন