পঞ্চায়েত ভোটে ফের হিংসা, মৃত্যুমিছিল। রাজ্য নির্বাচন কমিশনের মেন গেটে তালা ঝুলিয়ে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, 'মঙ্গলবার মহামান্য উচ্চ আদালতে এই নির্বাচনকে নিয়ে আমাদের যে অভিযোগ, সেগুলি জানাব'।
তাহলে? শুভেন্দু জানান, 'মহামান্য উচ্চ আদালতের নির্দেশ ছিল, সিসিটিভি মনিটরিং-এ পুরো নির্বাচন প্রক্রিয়া শুরু হবে। হলফনামা দিয়ে সচিব, নির্বাচন কমিশন, নীলাঞ্জন শাণ্ডিল্য, মহামান্য আদালতে আশ্বস্ত করেছিলেন লিখিত। তাতে বসেছিল, আমরা ৯৫ শতাংশ বুথে সিসিটিভি লাগিয়ে দিয়েছি। এবং ৫ শতাংশ বুথে আমরা সিসিটিভি লাগাতে পারিনি। ওখানে ভিডিয়োগ্রাফি করেছি। আমরা দাবি করেছি, কালকে দুপুরে মধ্যে সিসিটিভি, ভিডিয়োগ্রাফি দুটোই বিশেষজ্ঞ টিমকে দিয়ে, যদি non-Functioning থেকে থাকে, আর যদি সিসিটিভিতে দেখা যায়, ছাপ্পা হয়েছে, বাইরের লোক ঢুকেছে, সেই নির্বাচন কেন্দ্রগুলিতে নির্বাচন বাতিল করে, আগামী পরশুদিন বা দরকার হলে গণনার দিন পিছিয়ে, মঙ্গলবার নির্বাচন করতে হবে এবং সেখানে এক সেকশান করে CRPF রাখতে হবে'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন