'প্রাথমিক নিয়োগ দুর্নীতির কিং পিন কে? দুর্নীতির পিছনে কার মাথা'? ইডি-র কাছে জানতে চাইলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা। তাঁর প্রশ্ন, 'তদন্ত কী অনন্তকাল চলবে? এটা কী ধরনের তদন্ত হচ্ছে'?শিক্ষক নিয়োগে দুর্নীতি মামলায় এক যোগে তদন্ত করছে সিবিআই ও ইডি। সেই তালিকায় এবার জু়ড়ে গিয়েছে পুর নিয়োগে দুর্নীতিও! কীভাবে? শিক্ষক নিয়োগে দুর্নীতি এখন ইডি-র হেফাজতে অয়ন শীল।
এদিন হাইকোর্টে সেই মামলার শুনানিতে প্রশ্নের মুখে পড়ল ইডি। বিচারপতি অমৃতা সিনহার মন্তব্য, 'আপনারা যখন দুর্নীতির একটা গ্রহণযোগ্য জায়গায় পৌছবেন, তখন তদন্তের প্রয়োজনীয়তা আদৌ কি থাকবে। কাঙ্খিত গতিতে আপনাদের তদন্ত চলছে না। টাকা নিয়ে চাকরি পেয়েছেন কারা, খুঁজে বের করুক সিবিআই'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন