পঞ্চায়েত ভোট মিটে গিয়েছে প্রায় ১ মাস হতে চলল। কিন্তু এখনও রাজ্যে হিংসায় লাগাম নেই। এবার দক্ষিণ চব্বিশ পরগণার মগরাহাটে গুলি করে, কুপিয়ে খুন করা হল তৃণমূলের এক জয়ী প্রার্থীকে। নিহত ওই তৃণমূল প্রার্থীর নাম মৈমুর ঘরামি বলে এলাকা সূত্রে জানা গিয়েছে। তাঁকে বাঁচাতে এসে গুলিবিদ্ধ হন শাজাহান মোল্লা নামে তাঁর এক প্রতিবেশীও। শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন তৃণমূলের জয়ী প্রার্থী ঘোরামি।
প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, এলাকার বেশ কয়েকজন দুষ্কৃতীর সঙ্গে সম্প্রতি ওই তৃণমূল নেতার গন্ডগোল হয়েছিল। তারই জেরে এই হত্যাকাণ্ড কি না, খতিয়ে দেখছে পুলিশ। এর পাশাপাশি এই খুনের পিছনে কোনও রাজনৈতিক উদ্দেশ্য আছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন