পঞ্চায়েত ভোটের বাকি আর কয়েকদিন। এমন সময় কলকাতা হাইকোর্টে ধাক্কা খেয়েছে বিরোধী পক্ষ। কারণ বুধবার অধীর চৌধুরীর আবেদন খারিজ করে দিয়ে কলকাতা হাইকোর্ট জানিয়ে দিয়েছে একদফাতেই হবে পঞ্চায়েত নির্বাচন। এবার ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, আসন্ন পঞ্চায়েত নির্বাচনে 'মডেল কোড অফ কন্ডাক্ট' বা ভোটের আদর্শ আচরণবিধি ভঙ্গ হয়েছে। তাঁর সরাসরি অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে।
বিরোধী দলনেতার অভিযোগ, একটি রাজনৈতিক দলের ব্যবহার করা প্রচারমূলক নম্বর সরকারি নম্বর হিসেবে বর্তমানে ব্যবহার করা হচ্ছে। সেখানে 'সরাসরি মুখ্যমন্ত্রী' কর্মসূচির বিরুদ্ধে মামলা করেছেন বিরোধী দলনেতা। সেই কর্মসূচি নাকি নির্বাচনী আচরণবিধির পরিপন্থী, এমন অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন শুভেন্দু।
বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে আবেদন করেন বিরোধী দলনেতা। আদালত শুভেন্দুকে জনস্বার্থ মামলা দায়ের করার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার শুনানি হবে প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে। এর সঙ্গেই জলপাইগুড়িতে শাসকদলের লোক টাকা বিলি করছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন