গোরুপাচার মামলায় এদিন ইডির যাবতীয় অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করে দিল্লির রাউজ অ্যাভিনিউ কোর্টে ছ-সপ্তাহের জন্য অন্তবর্তী জামিনের আবেদন করেছেন সুকন্যা মণ্ডল। এবার অনুব্রত কন্যার দাবি, নিজের আইনি লড়াইয়ে প্রয়োজনীয় অর্থের সংস্থান করার জন্যই তাঁর অবিলম্বে অন্তবর্তী জামিন দরকার। ইডি তাঁর যাবতীয় সম্পত্তি অ্যাটাচ করে নেওয়ায় তিনি কার্যত 'কপর্দকশূন্য', এর পাশাপাশি নিজের আইনজীবীদের 'ফি' দিতেও অপারগ।
সুকন্যা পেশায় স্কুল শিক্ষিকা। অথচ তাঁরই অঙ্গুলিহেলনে না কি বিভিন্ন ব্যবসায় বিনিয়োগ করা হত গোরুপাচার কাণ্ড থেকে অর্জিত বিরাট অঙ্কের কালো টাকা, দেশের বিভিন্ন আদালতে এমনই অভিযোগ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এই প্রসঙ্গে ইডির অভিযোগ ছিল, গোরুপাচার কাণ্ডের জেরে বিদেশ থেকেও সুকন্যার অ্যাকাউন্টে বিপুল অঙ্কের টাকা ঢুকেছে। বীরভূমের বিভিন্ন জায়গায় সুকন্যার নামে ও বেনামে সম্পত্তির বিষয়েও অভিযোগ করেছিল ইডি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন