কবিতার মাধ্যমে প্রতিবাদ। কবিতায় শাসকের বিরুদ্ধে প্রশ্ন। সেই কারণেই পথ আটকে কবিকে বেধড়ক মারধোর। নদিয়ার শান্তিপুর গোবিন্দপুরের ঘটনা। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ভোট না দিতে পারার যন্ত্রণা তাড়া করে বেড়াচ্ছিল। তাই এবারের পঞ্চায়েত নির্বাচনের আগে কবিতার মাধ্যমে প্রতিবাদের সেই ভাষা তুলে ধরতে চেয়েছিলেন নদিয়ার শান্তিপুরের কবি কল্লোল সরকার।
এই ধরনের কবিতা কেন লেখা হয়েছে, কেনই বা সামাজিক মাধ্যমে পোস্ট হয়েছে, ইত্যাদি একাধিক প্রশ্ন তুলে গত ২৫ জুলাই বিকেলে বাড়ি ফেরার পথে শান্তিপুরের গলায় দড়ি বটতলা এলাকায় কবির পথ আটকে তাঁকে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা মারধর করে বলে অভিযোগ। তাঁর শরীরের একাধিক জায়গায় রয়েছে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গিয়েছে। ওইদিনই তিনি শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসা করিয়ে শান্তিপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিস।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন