কেন্দ্রীয় বাহিনী নিয়ে বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। এ বার রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের সময় প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী ও রাজ্য বাহিনী মিলিয়ে মিশিয়ে রাখার নির্দেশ দেওয়া হল আদালতের তরফ থেকে।
কেন্দ্রীয় বাহিনী প্রতিটি বুথে রাখার জন্য আগে থেকেই দাবি করছিল বিরোধী দলগুলি। সেই নির্বাচন কমিশনেও একাধিক দাবি জানানো হয়েছিল। সেই নিয়ে মামলাও হয়। এ দিকে এর আগেই রাজ্য নির্বাচন কমিশন জানিয়ে দেয়, প্রতিটি বুথে সশস্ত্র বাহিনী থাকবে। আর সেই পথেই এ বার আরও নির্দিষ্ট করে নির্দেশ দিল আদালত। আদালতের তরফে স্পষ্ট করে দেওয়া হল, বাহিনী থাকবে মানে, সেই বাহিনীতে থাকবে রাজ্যের সশস্ত্র বাহিনী ও কেন্দ্রের সশস্ত্র বাহিনী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন