পুনর্নির্বাচনে সক্রিয় রাজ্য নির্বাচন কমিশন। যে বুথগুলিতে পুনর্নির্বাচন হচ্ছে সেই বুথ সংলগ্ন অঞ্চলে এরিয়া ডোমিনেশন করার নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন জেলাগুলিকে। শুধু এরিয়া ডোমিনেশন করলেই হবে না, করতে হবে কড়া পেট্রোলিং। যাতে কোনও বহিরাগত ঢুকতে না পারে ভোট কেন্দ্র সংলগ্ন অঞ্চলে। রাজ্য পুলিশের সঙ্গে কেন্দ্রীয় বাহিনীকেও রাখতে হবে।
সোমবার পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনে প্রতি বুথে হাফ সেকশন নয়, ন্যূনতম ১ সেকশন বা ৮ জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। এই মর্মে কমিশনকে চিঠি দিয়েছে বিএসএফ। যে সব ভোটগ্রহণ কেন্দ্রে ১ টি বা দুটি বুথ সেই সব কেন্দ্রে ৮ জন এবং যে সব বুথে তিনটে বা চারটে বুথ সেই সব বুথের প্রতিটিতে ১৬ জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে। ভোট গ্রহণ কেন্দ্রের পাশাপাশি অঞ্চলে আইন শৃঙ্খলার দায়িত্ব সামলানোর জন্যও সোমবার মোতায়েন থাকছে কেন্দ্রীয় বাহিনী। মূলত ব্যালট বাক্স লুঠ ও ছাপ্পা ভোট আটকাতে কেন্দ্রীয় বাহিনীর উপরভরসা রাজ্য নির্বাচন কমিশনের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন