পঞ্চায়েত ভোটপর্ব এখনও শেষ হয়নি। আজও চলছে বেশকিছু বুথে পুননির্বাচন। তার মধ্যেই বীরভূমে গ্রেফতার হলেন এক তৃণমূল কংগ্রেস প্রার্থী। বাহাদুরপুর পঞ্চায়েতের প্রার্থীকে টানা জেরার পর গ্রেফতার করল এনআইএ। বিস্ফোরক উদ্ধারের ঘটনায় তাকে আজ সকাল থেকে জেরা করেন এনআইএর তদন্তকারীরা। নলহাটির বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোজ ঘোষকে আজ সকাল থেকে জেরা শুরু করে এনআইএ। দুপুরে তাঁকে গ্রেফতার করা হয় বলে জানা গিয়েছে। গত ২ জুলাই তাঁকে তলব করে এনআইএ।
কী অভিযোগ মনোজ ঘোষের বিরুদ্ধে? ২০২২ সালের জুলাই মাসে একটি পিকআপ ভ্যান থেকে ৮১ হাজার ডিটোনেটার পাওয়া গিয়েছিল। সেই ঘটনায় প্রথমে তদন্ত করে রাজ্য পুলিস। পরে তদন্তভার হাতে নেয় এনআইএ। তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতার করে কেন্দ্রীয় তদন্ত সংস্থা। ওইসব লোকজন বেআইনিভাবে ডিটোনেটার, জিলেটিন স্টিক, অ্যামোনিয়াম নাইট্রেট নিয়ে আসতো এবং বীরভূমের বেআইনি পাথর খাদানগুলিতে সরবারহ করতো বলে অভিযোগ। রিন্টু সেখ নামে এক সরবারহকারীকে গ্রেফতার করা হয়।
ধৃত রিন্টু সেখকে গ্রেফতার করে জানা যায় বাহাদুরপুরের তৃণমূল প্রার্থী মনোজ ঘোষের একটি পাথর খাদান রয়েছে। সেই খাদানের জন্য রিন্টু নিয়মিত মনোজকে জিলেটিন স্টিক, অ্যামোনিয়াম নাইট্রেট, ডিটোনেটার সরবারহ করত। শুধু তাই নয়, বেআইনি পাথর খাদানের জন্য রিন্টুর মতো অন্য যেসব সরবারহকারী বিস্ফোরক নিয়ে আসতো তাদের লজিস্টিক সাপোর্ট দিতেন মনোজ। এনিয়েই গত ২ জুলাই মনোজকে তলব করে এনআইএ। কিন্তু নির্বাচনের কাজের কথা বলে হাজিরা এড়িয়ে যান মনোজ। পাশাপাশি, তিনি এনিয়ে কলকাতা হাইকোর্টেরও দ্বারস্থ হন তিনি। তবে তার মধ্যেই জুলাইয়ের ১০ তারিখে তাকে হাজিরা দিতে বলে এনআইএ। কিন্তু হাইকোর্ট জানিয়ে দেয় ভোট মিটিয়ে ১০ জুলাই তাঁকে হাজিরা দিতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন