ভোট মিটলেও ফের উত্তপ্ত ভাঙড়। এবার ভাঙড় যাওয়ার পথে নিউ টাউনে বিধায়ক নওশাদ সিদ্দিকির পথ আটকায় পুলিশ। বাধা পেয়েই রাস্তার উপরেই প্রায় তিন ঘণ্টা ধরে অপেক্ষা করতে থাকেন ভাঙড়ের বিধায়ক। ওই পথ দিয়েই তিনি ভাঙড়ে ঢুকবেন বলে অনড় থাকেন আইএসএফ বিধায়ক।
পুলিশের দাবি, নির্বাচন এবং ভোট গণনা পর্বে ভাঙড় উত্তপ্ত হয়ে ওঠার পর সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। সেই কারণেই নওশাদ সিদ্দিকিকে আটকানো হয়েছে।
জানা গিয়েছে, এ দিন সকাল দশটার কিছু পরে নিউ টাউনের হাতিশালা হয়ে ভাঙড়ের দিকে যাচ্ছিলেন বিধায়ক নওশাদ সিদ্দিকি। কিন্তু হাতিশালার কাছে তাঁর গাড়ি আসতেই আটকায় পুলিশ। ঘটনাস্থলে ছিলেন নিউ টাউনের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায়। নওশাদ সিদ্দিকিকে পুলিশ জানায়, ওই পথ দিয়ে তাঁর ভাঙড় যাওয়ার অনুমতি নেই। যদিও পুলিশের আপত্তি মানতে চাননি নওশাদ। পুলিশের কাছে লিখিত নির্দেশিকা দাবি করেন তিনি। সেই নথিও তাঁকে দেওয়া হয়। এর পরেও অবশ্য এলাকা ছাড়তে চাননি নওশাদ।
ক্ষুব্ধ নওশাদ দাবি করেন, তিনি ভাঙড়ের আক্রান্ত দলীয় কর্মীদের বাড়িতে যাচ্ছিলেন। জাহানারা খাতুন নামে এক আইএসএফ প্রার্থী এখনও ভাঙড় থেকে নিখোঁজ রয়েছেন বলেও অভিযোগ করেন নওশাদ। তিনি বলেন, 'আমি তো পুলিশের উপর দিয়ে গাড়ি চালিয়ে চলে যেতে পারি না। তাই এখানেই অপেক্ষা করছি। এই রাস্তা দিয়েই আমি ভাঙড় যাবো।'
পাল্টা নিউ টাউনের ডিসি ইন্দিরা মুখোপাধ্যায় বলেন, 'এই রাস্তা দিয়ে ভাঙড়ে প্রবেশ নিয়ন্ত্রণ করা হচ্ছে। বারুইপুরের মহকুমা শাসক এই নির্দেশ দিয়েছেন। কয়েকটি ক্ষেত্রে শুধুমাত্র ছাড় দেওয়া হয়েছে। তার মধ্যে বিধায়কের নাম নেই। তাই আমরা ওনাকে এই রাস্তা দিয়ে যেতে দিইনি।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন