পুর নিয়োগ দুর্নীতি কাণ্ডে কেন্দ্রের তদন্তকারী সংস্থা সিবিআইইয়ের নজরে এবার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের একটা বড় অংশ। তালিকায় রয়েছেন এক্সজিকিউটিভ অফিসার থেকে শুরু করে একাধিক পুর আধিকারিক। কেন্দ্রীয় তদন্তাকারী সংস্থা সূত্রে খবর, এবার পুরসভা নিয়োগ দুর্নীতি মামলায় চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদেরও তলব করতে চলেছে সিবিআই।
এই গুরুত্বপূর্ণ মামলায় এক যোগে ১৪ যটি পুরসভায় অভিযান চালিয়েছিল সিবিআই। বাজেয়াপ্ত হয়েছিল বেশকিছু গুরুত্বপূর্ণ নথি। মিলেছে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত একাধিক পদে নিয়োগের ওএমআর শিট। সমস্ত নথি খতিয়ে দেখার পরই এবার পুরসভার কর্তাদের তলব করতে চাইছে সিবিআই।
সূত্রের দাবি, নথি খতিয়ে দেখার পর প্রাথমিক ভাবে বেশ কয়েকটি পুরসভাকে চিহ্নিত করেছে সিবিআই। সেখানে দুর্নীতির পিছনে কর্তাদের যোগসাজস রয়েছে বলে মনে করা হচ্ছে। এমনকি, পুরসভার অন্দরের একাধিক বিভাগে কর্মরতদের একাংশেরও মদত রয়েছে। তেমনটাই মনে করছেন গোয়েন্দারা। তাই এই বিষয়গুলি নিয়ে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যানকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে পুরসভার এক্সজিকিউটিভ অফিসারদেরকেও জিজ্ঞাসাবাদ করার পরিকল্পনা রয়েছে সিবিআইয়ের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন