ভোটের একদিন আগে প্রাণ গিয়েছে কংগ্রেস নেতার। তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ তুলেছে কংগ্রেস। সেই মৃত্যুর ঘটনায় এবার তৃণমূল প্রার্থীর ২ ছেলে সহ ৪ জনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ইতিমধ্যে খুনের মামলা রুজু করা হয়েছে।
ধৃতেরা হল খাসমুর হালদার(২৫), মনোয়ার হোসেন হালদার (২১), আমাদুল্লা হালদার(২১), আমিরুল হালদার (২৯) । এদের মধ্যে দৌলতপুর থেকে রাতে গ্রেফতার করা হয় দক্ষিণ গাজিপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী নুর উদ্দিন হালদারের ২ ছেলে খাসমুর ও মনোয়ারকে। তার আগে গ্রেফতার করা হয় বাকিদের।
গাজিপুর পঞ্চায়েতের দৌলতপুরের কংগ্রেসের বুথ সভাপতি ছিলেন আলফাজউদ্দিন হালদার। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার গাজি পঞ্চায়েতের ৮৯ নম্বর বুথের নির্দল প্রার্থী গৌতম বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করছিলেন। তখন তৃণমূলের নেতা-কর্মীদের সঙ্গে বচসা থেকে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ, বাঁশ, রড, লাঠি দিয়ে বেধড়ক মারধর করা হয় আলফাজউদ্দিনকে।
সঙ্কটজনক অবস্থায় কুলপি, ডায়মন্ডহারবার থেকে একবালপুরের নার্সিংহোম ও শেষে ভর্তি করা হয় পার্ক সার্কাসের নার্সিংহোমে। সেখানেই বৃহস্পতিবার মৃত্যু হয় তাঁর। বৃহস্পতিবার বিকেলেই ৪ তৃণমূল কর্মী-সমর্থককে গ্রেফতার করে। ধৃতদের আজ কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে। এই ঘটনার সঙ্গে রাজনীতির যোগ নেই বলে দাবি করেছে তৃণমূল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন