পঞ্চায়েত নির্বাচনের ঠিক পরেই নিয়োগ নিয়ে বড় সিদ্ধান্ত নিল নবান্ন। রাজ্যে প্রায় সাড়ে আট হাজার সরকারি চাকরির পদে নিয়োগের সিদ্ধান্ত নিল নবান্ন। মন্ত্রিসভার বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
রাজ্যের স্বাস্থ্য দফতরের অধীনে ৫৪৬৮ জন কমিউনিটি হেলথ অফিসারের নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক। আজ রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভিন্ন সরকারি পদে নিয়োগ ছাড়া আরও কিছু সিদ্ধান্তও নেওয়া হয়েছে মন্ত্রিসবার বৈঠকে। যেমন নিউ চামতা চা বাগানের ১৯ একর জমিতে চাষ পর্যটনের সিদ্ধান্ত। পাশাপাশি মালদার গাজলে ২৮.১৫ একর জমিতে বেসরকারি উদ্যোগে ইথানল কারখানার জন্য জমি বরাদ্দ করা সিদ্দান্তও নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। এর পাশাপাশি, রাজ্যের প্রশাসনিক মহলে কোন দফতরে কতজন কর্মী কাজ করছেন তা জানতে চেয়ে নবান্নের পক্ষ থেকে চিঠি গিয়েছে প্রতিটি দফতরের অধীনে থাকা বিভিন্ন বিভাগে। হঠাৎ করে রাজ্য প্রশাসনের শীর্ষস্থ স্তর থেকে কেন কর্মীর সংখ্যা অনুসন্ধানের কাজ শুরু হল তা নিয়ে জল্পনা তীব্র হয়েছে। এরই মধ্যে নতুন কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিল নবান্ন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন