ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের মন্তব্য ঘিরে ক্ষুব্ধ তৃণমূলের একটা বড় অংশ। গতকাল বিধানসভায় প্রশ্ন উত্তর পর্বে হুমায়ুন কবির এ রাজ্যের মুসলিম মহিলাদের আর্থিক অবস্থা ভালো নয় বলে মন্তব্য করেন। যা রীতিমতো দলের পক্ষে অস্বস্তিকর। হুমায়ন কবিরের এই মন্তব্যের পরই, তা ঘিরে রীতিমতো জল্পনা তৈরি হয়েছে দলের মধ্যে। কেন হঠাৎ করে হুমায়ুন কবির এরকম মন্তব্য করলেন? তা নিয়েই রীতিমতো ক্ষুব্ধ দল।
গতকাল বিধানসভায় প্রতীচী স্ট্রাস্টের রিপোর্ট পেশ করে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বলেন, 'রাজ্যে মুসলিম মহিলাদের আর্থিক অবস্থা ভালো নয়। মুসলিম মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে ১ হাজার টাকা দেওয়া যায় কি?
এই 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পে সাধারণ মহিলাদের মাসে ৫০০ টাকা, আর যাঁরা তফশিলি জাতি কিংবা উপজাতির, তাঁদের মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়। বস্তুত, পঞ্চায়েত ভোটে আগে এই প্রকল্পের আওতায় আনা হয় বিধবাদেরও। এমনকী, যাঁরা বিধবা ভাতা পান, তাঁরাও এখন লক্ষ্মীর ভাণ্ডারের আর্থিক সাহায্য পান।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন