বিজেপির কেন্দ্রীয় সংগঠনে বড়সড় রদবদল। সর্বভারতীয় সহ সভাপতির তালিকা থেকে নাম বাদ গেল দিলীপ ঘোষের। এদিন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে শীর্ষ সংগঠকদের একটি তালিকা প্রকাশ করা হয় বলে জানা গিয়েছে। সেখানে দেখা যায়, সর্বভারতীয় সহ সভাপতির তালিকায় দিলীপ ঘোষের নাম নেই। খড়গপুরের বিজেপি সাংসদকে অবশ্য কেন্দ্রীয় মন্ত্রিসভাতেও নিয়ে আসা হতে পারে। এমনটাও জল্পনা চলছে। জানা যাচ্ছে, খুব দ্রুতই সিদ্ধান্ত হতে পারে কেন্দ্রীয় কেন্দ্রীয় মন্ত্রিসভায় দিলীপ ঘোষকে আনা নিয়ে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন