সুপ্রিম কোর্টে ফের স্থগিত হয়ে গেল রাজ্যের ডিএ মামলার শুনানি। শুক্রবার এই গুরুত্বপূর্ণ মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু এদিন ফের তা স্থগিত হয়ে যায়। শুনানির পরবর্তী তারিখও এখনও নির্ধারিত হয়নি। তবে সূত্রের খবর, সেপ্টেম্বর মাসের আগে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা কম।
ডিএ নিয়ে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাজ্যের করা মামলা নিয়ে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছে সুপ্রিম কোর্টে।
রাজ্য সরকারি কর্মচারীদের দাবি অনুযায়ী ৩ লক্ষের বেশি কর্মচারীকে কেন্দ্রীয় হারে ডিএ দিতে হলে ৪১ হাজার কোটি টাকার প্রভাব কোষাগারের উপর পড়বে। যদিও রাজ্যের দাবি, রাজ্যের নিজস্ব সার্ভিস রুল আছে। এদিন ফের মামলার শুনানি পিছিয়ে যাওয়ায় রাজ্যের সরকারি কর্মীদের হতাশা আরও বাড়বে তাতে সন্দেহ নয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন