মালদায় চোর অপবাদ দিয়ে হাটের মধ্যে দুই জনজাতি মহিলাকে মারধর এবং বিবস্ত্র করার চেষ্টার অভিযোগ। হিংসাদীর্ণ মণিপুরের দুই মহিলার সঙ্গে পাশবিক আচরণের পর, এই ঘটনা ঘিরে তোলপাড় শুরু হয়েছে। রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপি-র কেন্দ্রীয় নেতৃত্ব এবং মন্ত্রীরা। এর পাশাপাশি, গোটা ঘটনাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলে উল্লেখ করেছে তৃণমূল। সেই আবহে মালদা নিয়ে মুখ খুললেন সিপিএম নেত্রী তথা পলিটব্যুরোর সদস্য বৃন্দা কারাট। মালদার ঘটনা নিয়ে শনিবার সংবাদমাধ্যমে মুখ খোলেন বৃন্দা। তিনি বলেন, "দেশের যে কোনও প্রান্তে মহিলাদের উপর নির্যাতনের ঘটান নিন্দনীয়।
মালদার ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে ইতিমধ্যেই পুলিশ পাঁচ জনকে আটক করেছে। পরিবারের দাবি, হাটে লেবু বিক্রি করতে গিয়েছিলেন ওই দুই জা। সেই সময় চোর সন্দেহে তাঁদের বিবস্ত্র করে মার ধরা হয় বলে অভিযোগ। চুরির অভিযোগে দুই মহিলাকে পুলিশ গ্রেফতার করেছে বলেও দাবি পরিবারের।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন