ডেঙ্গি নিয়ে এদিন উত্তাল হল বিধানসভার অধিবেশন। আজ ডেঙ্গি নিয়ে বিধানসভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এই ইস্যুতে বলেন, '৩ বছর কোভিড ছিল। এবছর ডেঙ্গি ট্রেন্ড। ডেঙ্গি কোনও বছর বেশি হয়।
মুখ্যমন্ত্রী আরও বলেন, ডেঙ্গির প্রকোপ বেশি নদিয়া ও উত্তর ২৪ পরগনায়। তবে ইতিমধ্যেই ২৩ হাজার ৮৩২ জনের টেস্ট হয়েছে। মুখ্যসচিব অনেকগুলি রিভিউ মিটিং করেছেন। ডেঙ্গির জন্য এম আর বাঙুরকে প্রস্তুত করা হয়েছে। উত্তরবঙ্গে ১ লাখ মশারি পাঠানো হয়েছে। স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নির্দেশ দেওয়া হয়েছে। কেউ স্বাস্থ্যসাথী কার্ড নিতে না চাইলে তার লাইসেন্স বাতিল করা হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন