পঞ্চায়েতে রাজনৈতিক হিংসা নিয়ে বিএসএফের আইজি এবং রাজ্য সরকারের থেকে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্ট। আদালতের নির্দেশ, আহতদের ভাল চিকিৎসা পরিষেবা দিতে হবে। দরকার হলে বড় হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে রাজ্যকে। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করারও নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার মামলার সওয়াল করতে এসে অধীর চৌধুরী বলেন, 'নজিরবিহীন সন্ত্রাস হয়েছে এই রাজ্যে। যা হয়েছে তা গণতন্ত্রের উপহাস। সাংবিধানিক কোনও সংস্থাকে সম্মান দেওয়া হয়নি। নির্বাচন কমিশন, রাজ্য প্রশাসন এবং পুলিশ একত্রে মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করেছে। সমাজের কোন স্তরই এখন এই রাজনৈতিক হিংসা থেকে বাঁচতে পারছে না। কোনও নিরপেক্ষ সংস্থাকে এত মানুষের মৃত্যুর তদন্তভার দেওয়া হোক এবং সেই তদন্ত যেন এই আদালতের কোনও বর্তমান বিচারপতির নজরদারিতে হয়। নিহত ও আহতদের প্রত্যেকের জন্য আর্থিক সাহায্য, আহতদের উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করা হোক। ময়নাতদন্তের ভিডিওগ্রাফি করা হোক।' সোমবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞনমের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, পঞ্চায়েত নির্বাচনে পর্যাপ্ত বাহিনী না পাঠিয়ে আদালত অবমাননা করেছে কেন্দ্রীয় সরকার। পঞ্চায়েত ভোটে আহত ও নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণের দাবি জানিয়েছেন তিনি।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন