জমা পড়লো বিজেপি-র ফ্যাক্ট ফাইন্ডিং টিমের রিপোর্ট। এবার সেই রিপোর্ট প্রকাশ্যে এনেছেন বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ। বিজেপি-র জাতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে এই রিপোর্ট জমা দিয়েছেন তাঁরা। এমন খবর পাওয়া গিয়েছে বিজেপি সূত্রে। মণিপুর ইস্যুতে উত্তাল হয়েছে সারা দেশ। এই নিয়ে সংসদের ভেতরে বাইরে সুর চড়াতে শুরু করেছে বিরোধী জোট। এর পাশপাশি সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও এনেছে তাঁরা। এই অবস্থায় বিরোধী জোটের অন্যতম গুরুত্বপূর্ণ দল তৃণমূলের বিরদ্ধে পঞ্চায়েত ভোটের সন্ত্রাসের অভিযোগ তুলেছে তাঁরা। প্রথম থেকেই এই বিষয়ে সরব ছিল বিজেপি।
রিপোর্টে লেখা হয়েছে পশ্চিমবঙ্গের নির্বাচনে বরাবরই হিংসা হয়েছে। যেখানে প্রতিটি নির্বাচনী এলাকায় প্রাণহানি একটি সাধারণ ঘটনা হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তাঁর TMC দল এবং তাদের জোটসঙ্গিরা অপরাধী গুন্ডা এবং পক্ষপাতদুষ্ট প্রশাসনের সঙ্গে মিলে তৃণমূলের জয় নিশ্চিত করার জন্য ষড়যন্ত্র করেছে। সেখানে আরও লেখা হয়েছে যে সুপ্রিম কোর্ট এবং কলকাতা হাইকোর্ট বাধ্য হয়েছেন এই সম্পর্কে মন্তব্য করতে। এই রিপোর্টে দাবি করা হয়েছে যে পশ্চিমবঙ্গের গ্রামাঞ্চল এখন সন্ত্রাসকবলিত। এবং প্রাথমিকভাবে তৃণমূল কংগ্রেসের স্থানীয় গুন্ডারা এই কাজ করছে। এছাড়াও জানানো হয়েছে যে রাজ্যের পুলিস এর সঙ্গে জড়িত রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন