অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদালত নিয়ে মন্তব্য নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ সিনিয়র আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যের। এদিন প্রধান বিচারপতি লিখিতভাবে অভিযোগ জানানোর অনুমতি দিয়েছেন বলে আদালত সূত্রে জানা গিয়েছে। চলতি সপ্তাহে বৃহত্তর বেঞ্চে আবেদনটি উল্লেখ করার পরামর্শ প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞনমের। যদিও সরাসরি অভিষেকের নাম না করে দৃষ্টি আকর্ষণ করেননি বিকাশ। কোনও মামলার অনুমতি দেননি। স্বতঃপ্রণোদিত মামলা রুজুর আবেদন করেন বিকাশ। স্বতঃপ্রণোদিত মামলা হবে কিনা, বৃহত্তর বেঞ্চ সিদ্ধান্ত নেবে।
প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, 'হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা এমন জাজমেন্ট দিচ্ছেন, শুভেন্দু অধিকারী আগামী দিনে অপকর্ম করলে ব্যবস্থা নেওয়া যাবে ন। সেই রাজাশেখর মান্থাই জাজমেন্ট দিয়ে বিজেপির গুন্ডাবাহিনীকে প্রোটেকশন দিয়ে রেখেছে।' সেই মন্তব্যের প্রেক্ষিতেই হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করেন বিকাশরঞ্জন ভট্টাচার্য।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন