ভাঙড় ২ এলাকায় এখনও অনুপস্থিত বিডিও। সমস্যায় পড়েছেন এলাকার মানুষ। এই ইস্যুতে আইএসএফ-এর দিকে আঙ্গুল আঙুল তুলেছেন তৃণমূল নেতৃ। ভাঙর টু গণনা কেন্দ্রে পঞ্চায়েত ভোটের গণনার দিন যেভাবে অগ্নিগর্ভ হয়ে উঠেছিল স্বাভাবিকভাবে সরকারি আধিকারিকদের আতঙ্কিত হওয়ার কথা। তাই বিডিও অফিসে আছেন না এলাকার বিডিও এমনটাই দাবি তৃণমূল নেতা শওকত মোল্লার।
ভাঙ্গর ২-র বিডিও কার্তিক চন্দ্র রায় ঐদিন গণনা কেন্দ্রের মধ্যেই ছিলেন বলে জানা গিয়েছে।
তিনি বলেন, 'বন্দুক দেখিয়ে জোর করে মনোনয়নপত্র জমা করানো হয়েছিল। গণনার দিনে যেভাবে গণনা কেন্দ্রের সামনেই বোমা মারা হয়েছে গুলি চালানো হয়েছে এটা সন্ত্রাসবাদীদের কাজ ছাড়া অন্য কিছু নয়'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন