হাসপাতালে চিকিৎসাধীন মাধবী মুখোপাধ্যায়। সপ্তাহখানেক আগে সেলুলাইটিসের চিকিৎসা করাতে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। গত ২১ তারিখ থেকে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। জেনারেল ওয়ার্ডে থাকাকালীন অবস্থার অবনতি হয় তাঁর।
জানা গিয়েছে, কিছুদিন আগে আচমকাই অভিনেত্রীর দুই পা জুড়ে র্যাশ বেরিয়েছিল। যা দেখে প্রথমে অ্যালার্জিই ভাবেন তাঁরা। এরপরেই চিকিৎসকের পরামর্শ নেওয়া হয়। হাসপাতালে ভর্তি হন অশীতিপর অভিনেত্রী। টেস্টের পর জানা যায় তিনি সেলুলাইটিসে আক্রান্ত। এরপরেই তাঁর চিকিৎসা শুরু হয়। তবে বর্তমানে তিনি আপাতত ভালো আছেন। চিকিৎসকের তরফে জানানো হয়েছে যদি বৃহস্পতিবার তাঁর অবস্থা ভালো থাকে তাহলে তাঁকে শুক্রবার হাসপাতাল থেকে ছেড়েও দেওয়া হতে পারে। তবে তা এখনও নিশ্চিত নয়। পাশাপাশি জানানো হয়, বুধবার রাতে ঘুম হয়নি তাঁর। সেই কারণে বৃহস্পতিবার সকাল থেকেই ঘুমাচ্ছেন অভিনেত্রী।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন