রাত থেকে ফের উত্তপ্ত ভাঙড়। আইএসএফ-এর সঙ্গে পুলিসের খণ্ডযুদ্ধ। পুলিসকে লক্ষ করে বোমা মারার অভিযোগ। ২ আইএসএফ কর্মী সহ মৃত তিন। বুধাবার সকালেও থমথমে ভাঙড়। রাস্তায় ছড়িয়ে বোমার চিহ্ন। জায়গায় জায়গায় নাকা চেকিং এর মাধ্যমে চলছে তল্লাশি। অশান্তি আটকাতে কড়া পুলিস।
গণনাকে কেন্দ্রকে রণক্ষেত্র ভাঙড়। পুলিস-আইএস সংঘর্ষে ভয়ংকর পরিস্থিতি। গণনাকেন্দ্রে আটকে পড়লেন আরাবুল ইসলাম ও তাঁর ছেলে হাকিমুল ইসলাম। একের পর এক বোমা বিস্ফোরণে তুলকালাম কাঁঠালিয়া অঞ্চল। পুলিস রাবার বুলেট ও কাঁদানে গ্যাসের সেল ফাটিয়েছে বলে অভিযোগ আইএসএফের।
ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ চিনে পুকুর এলাকায়। পরিবারের দাবি তিনি কোনও রাজনীতির দল সেভাবে করেন না। কিন্তু গতকাল মায়ের সঙ্গে রাতে ঝগড়া করে দিদির বাড়িতে যাচ্ছিলেন ঘটকপুকুর এলাকায়। আর সেই সময় কাঠালিয়া এলাকায় যে গুলি চালানো হয়েছে সেই গুলিতে তার মৃত্যু হয়। তাঁর পিঠে একটি গুলি লাগে বলে পরিবার জানায়। রক্তাক্ত অবস্থায় পুলিস কলকাতার হাসপাতালে নিয়ে যায় তাঁকে। সেখানে তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন