১১ ঘণ্টা থেকেছি, প্রয়োজনে ২৪ ঘণ্টা থাকব। শুক্রবার ইডির দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর বেরিয়ে এমন মন্তব্য করলেন তৃণমূলের যুব সভানেত্রী সায়নী ঘোষ। ৫ জুলাই তাঁকে ফের তলব করেছে কেন্দ্রীয় সংস্থা। কিন্তু তাতেও বিন্দুমাত্র চিন্তিত নয় সায়নী। শনিবারও সাংবাদিকদের মুখোমুখি হয়ে একইরকম আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে দেখা গেল তাঁকে। শিক্ষা দুর্নীতি থেকে কয়লা, গরু পাচার-সহ বিভিন্ন ইস্যুতে বারবার তৃণমূল নেতা-মন্ত্রীদের তলব করেছে ইডি-সিবিআই। নিজেদের স্বার্থে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ব্যবহার করছে বিজেপি সরকার। এমন অভিযোগ প্রতিনিয়ত তুলছে রাজ্যের শাসকদল। একই সুর শোনা গেল সায়নীর গলাতেও। তিনি বলে দিলেন, "দেশে একনায়কতন্ত্র চলছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন