অলিম্পিকে স্বর্ণপদক জয়ী সাক্ষী মালিক, যিনি ভারতের রেসলিং ফেডারেশনের বিদায়ী সভাপতি ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যন্তর মন্তরে বিক্ষোভ করছেন, গত সোমবার আন্দোলন প্রত্যাহার করার খবর অস্বীকার করেছেন।
এর আগে দিল্লিতে রেলের অফিসেও দেখা গিয়েছিল সাক্ষী মালিককে। তার পর থেকেই গুঞ্জনে ছড়াতে শুরু করে। কুস্তিগীররা আন্দোলন ছেড়ে চাকরিতে যেতে শুরু করেছেন। এমনই খবর রটে যায়।
রেলের অফিসে আসার বিষয়টি নিয়ে সাক্ষী বলেন, "আমার অনেক দায়িত্ব রয়েছে। ধর্নায় না না থাকলে আমাকে সেই দায়িত্ব পালন করতে হবে। কারণ আমি একজন ওএসডি এবং আমি আমার অফিসে মুলতুবি থাকা কাজ ক্লিয়ার করতে এসেছি।
এদিকে ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগকারী নাবালিকা মামলা প্রত্যাহার করেছেন। সেই প্রসঙ্গে সাক্ষী বলেন, "বিক্ষোভ সম্পর্কে মানুষের চোখে ভুল ধারণা তৈরি করতে এই ধরনের ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। ওরা ভাবছে এতে আমাদের জনসমর্থন কমিয়ে দেবে। হতে পারে এটা একেবারেই ভুল, যতক্ষণ না আমরা ন্যায়বিচার না পাব, ততক্ষণ পর্যন্ত আমরা পিছিয়ে যাব না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন