১ থেকে ৭ জুন পর্যন্ত রাজ্যে জেলায় জেলায় সর্বোচ্চ তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে। তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে বাংলার বেশকিছু জেলা। এখনও পর্যন্ত আলিপুর ৩৮ . ৪ ও মালদা ৪০ ডিগ্রি তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে। ৭ জুন পর্যন্ত এই গরম দাপট চলবে। কিছু জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জারি করেছে আবহাওয়া দফতর। পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম-সহ বাকি জেলায় আজ ঘেমে নেয়ে একশা হয়েছে জনগণ। সতর্কতা না থাকলেও কার্যত তাপপ্রবাহের অনুভূতি।
৩ ও ৪ জুন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর উপকূলে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন