ফের রাজ্যজুড়েই জারি রয়েছে গরমের অস্বস্তি। জেলায় জেলায় তাপপ্রবাহের পরিস্থিতিও অব্যাহত। আগামী বুধবার পর্যন্ত জারি থাকবে অস্বস্তিকর আবহাওয়া এমনটাই বলা হয়েছে পূর্বাভাসে। বুধবার পর্যন্ত তাপপ্রবাহের পরিস্থিতিও থাকবে গোটা রাজ্য জুড়ে। প্রায় সব জেলায় তাপপ্রবাহ হবে আগামী ৪৮ ঘন্টা। উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে তাপ ও প্রবাহের পরিস্থিতি। জলীয় বাষ্প বেশি থাকায় গরম ও অস্বস্তি দুটোই বাড়বে।
শনিবার উপকূলের জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলায় তাপ ও প্রবাহের সতর্কবার্তা জারি করা হয়েছে। দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। রবিবার থেকে বুধবার পর্যন্ত পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া পূর্ব ও পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতে তাপপ্রবাহ সতর্কবার্তা। তাপ প্রবাহের পরিস্থিতি ও চরম অস্বস্তি থাকবে কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। রবি ও সোমবার এই পরিস্থিতি চরমে উঠবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন