ইতিহাসের কোনও বদল হল না। পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার দ্বিতীয় দিনেই অশান্তি ছড়াল রাজ্যের বিভিন্ন প্রান্তে। মুর্শিদাবাদ, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, বীরভূম, পশ্চিম বর্ধমানে মনোনয়ন পত্র জমা দিতে গেলে বিরোধীদের উপরে হামলার অভিযোগ উঠল। রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের ডোমকল এলাকা।
এরপরেই প্রশাসনকে নির্দেশ দিয়েছেন রাজের মুখ্য নির্বাচন কমিশনার। আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে দ্রুত নিয়ন্ত্রণে আনা যায়, তার জন্য পুলিশের সঙ্গে কথা বলে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে। অন্যদিকে, এবার দলীয় কর্মীদের উদ্দেশ্যেও অশান্তিতে না জড়ানোর বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
বর্তমানে অভিষেক রয়েছেন নদিয়ার কল্যাণীর নবজোয়ার যাত্রা কর্মসূচিতে। সেখান থেকেই গোটা রাজ্যের তৃণমূলকর্মীদের বার্তা দিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "দলের তরফ থেকে কড়া নির্দেশ, কেউ এই ধরনের ঝামেলায় জড়াবেন না। মনোনয়ন ঘিরে অশান্তিতে জড়াবেন না।"
এর পাশাপাশি অভিষেকের আশ্বাস, "প্রশাসনকেও বলা হয়েছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে। কেউ মনোনয়ন জমা না দিতে পারলে দলকে জানান। তৃণমূল কংগ্রেস মনোনয়নের ব্যবস্থা করবে।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন