রাজ্যে বর্ষা সোমবারই। সোমবার থেকেই উত্তরবঙ্গে বাড়তে চলেছে বৃষ্টির পরিমাণ। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে বলে জানান হয়েছে। উপরের ৫টি জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। আর এই বৃষ্টির মূল কারণই হচ্ছে বর্ষা।
উত্তর-পূর্ব মৌসুমী বায়ু আজকে অনেকটাই এগিয়েছে অসমের ধুপরি পর্যন্ত। আগামী ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গের কিছু এলাকা এবং সিকিমে বর্ষা প্রবেশ করবে। পূর্বাভাস বলছে, আজ ও আগামীকাল উত্তরবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। শুধু কোচবিহার এবং আলিপুরদুয়ারে বৃষ্টির পরিমাণ বেশি হবে। তারপর সোমবার থেকে উত্তরবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ।
ওদিকে আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। আগামী ৪৮ ঘণ্টায় এই নিম্নচাপ বাংলাদেশে প্রবেশ করবে। যার প্রভাবে আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের আকাশও মেঘলা থাকবে। আগামিকাল গোটা দক্ষিণবঙ্গের আকাশই মেঘলা থাকবে বলে পূর্বাভাস। আজ উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, মুর্শিদাবাদ ও বাঁকুড়ায় ঝড়বৃষ্টি হতে পারে। আগামীকাল কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়ায় ঝড়বৃষ্টির সম্ভাবনা।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন