পঞ্চায়েত নির্বাচন নিয়ে এ বার দলের অন্দরে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েতের মনোনয়ন পর্ব চলতে চলতেই কালীঘাটের দলীয় মিটিংয়ে কড়া বার্তা দিলেন নেত্রী। বললেন, 'যাঁরা নির্দল হয়ে ভোটে লড়ছেন তাঁদের দলে ভবিষ্যতে ফেরানো হবে না। আপনারা ভাল করে জেনে রাখুন। কেউ যদি ভাবেন তাঁর সিদ্ধান্ত দল মেনে নেবে, সেটার কোন প্রশ্ন নেই।
বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। তিনি বলেন, 'মানুষকে গ্রামে গ্রামে গিয়ে জানান তৃণমূল কংগ্রেস কী কী ভাবে সাহায্য করেছে। প্রচারে প্রতিটি জেলার উন্নয়নের কথা ও তালিকা ধরে রাখতে হবে। বামেদের সময় পঞ্চায়েত নিয়ে মানুষের যে ধারণা ছিল তা তৃণমূল বদলে দিয়েছে এটা জানান। বিজেপি যা প্রতিশ্রুতি দিয়েছিল, ঠিক তার উল্টোটা করেছে এটা বোঝাতে হবে প্রচারে। আগামী ২২ তারিখ থেকে প্রতি অঞ্চল ধরে ধরে প্রচারে সিনিয়র নেতারা থাকবেন।
পাশাপাশি নির্বাচনে ঘাসফুল শিবিরের নজরে যে রয়েছে মহিলা ভোট, সেটিও এদিন স্পষ্ট করে বুঝিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি আলাদা করে মহিলা ভোটের দিকে নজর দিতে বলেন চন্দ্রিমা ভট্টাচার্যকে। বলেন, 'মহিলা সংগঠনকে আরও শক্তিশালী করো। বঙ্গ জননীকে আরও কাজে নামাও। শশী আর মালার সাথে কথা বলো। ওদেরকেও নামাও।'
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন