কলকাতা হাইকোর্টের নির্দেশ বহাল রেখে সুপ্রিম কোর্টও বলেছিল কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই পঞ্চায়েত ভোট করতে হবে। শীর্ষ আদালতের এই নির্দেশের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠাল রাজ্য নির্বাচন কমিশন।
রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিটি জেলার জন্য এক কোম্পানি করে কেন্দ্রীয় বাহিনী চাওয়া হয়েছে৷ অর্থাৎ মোট বাইশটি জেলার জন্য ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন৷ওয়াকিবহাল মহলের মতে, হাইকোর্টের এবং সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সব জেলায় কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে ভোটের কথা বললেও বাহিনীর পরিমাণ অথবা প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী দিতে হবে কি না, তা নিয়ে নির্দিষ্ট ভাবে কিছু বলা হয়নি। তাই কমিশন ন্যূনতম বাহিনীই প্রতিটি জেলার জন্য চেয়ে পাঠিয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন