জেলায় জেলায় জনসংযোগ কর্মসূচি বারবার স্থগিত করে তদন্তকারীদের নোটিসে হাজিরা দেওয়া সম্ভব নয়। কর্মসূচি শেষ হলে পঞ্চায়েত ভোটের পর সেসব নিয়ে ভাবা যাবে। এখন সময় নষ্ট করার মতো সময় নেই। বৃহস্পতিবার ইডির নোটিস পেয়ে কৃষ্ণনগরে 'তৃণমূলে নবজোয়ার' কর্মসূচি থেকে ইডির উদ্দেশে কড়া বার্তা দিয়ে মঙ্গলবার হাজির হবেন না বলেই কার্যত জানিয়ে দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
নবজোয়ার কর্মসূচিতে অভিষেক তখন বাঁকুড়ায়। ১৯ মে কুন্তল ঘোষ চিঠি মামলায় কলকাতায় তাঁর বাড়িতে নোটিশ পাঠিয়েছিল সিবিআই।
সেই প্রসঙ্গ টেনে অভিষেক বলেন, '১৯ তারিখ যখন সিবিআই ডেকেছিল, ১ দিনের ব্যবধানে, আমি গিয়েছিলাম। এবং বারবার বলেছি, আমি তদন্তে সবরকম সহযোগিতা করতে প্রস্তুত। এর পাশাপাশি অনুরোধ করে এসেছিলাম, যেহেতু আমাদের যাত্রাটা চলছে। এই কর্মসূচি শেষের আপনারা যদি আমাকে ডাকেন, আমি আসব। ইডি হোক বা সিবিআই, এদের বিরুদ্ধে আমার কোনও ক্ষোভ নেই। বাধ্য হয়েই কাজগুলি করে'।
অভিষেক জানান, 'যদি কোনও নথি চায় পাঠিয়ে দেব। যতদিন না নবজোয়ার কর্মসূচি শেষ হবে... আজকে রাজ্যে পঞ্চায়েত ভোট ঘোষণা হয়েছে। ৮ জুলাই পঞ্চায়েত ভোট। ফলে আমি আবার ইডি-র দফতরে যাব। ৯-১০ ঘণ্টা করে বসিয়ে রেখে, তাঁরা তাঁদের মতো বয়ান রেকর্ড করবে। ১০ ঘণ্টা পর বেরিয়ে এসে নিটফল শূন্য! আগামী একমাস ১০ ঘণ্টা, ১১ ঘণ্টা অপচয় করার মতো সময় এই মহুর্তে আমার হাতে নেই। ৮ তারিখে ভোট হয়ে যাবে, ৯ তারিখ যদি আসতে বলেন, উপস্থিত হব। যখন বলবেন, আমি পৌঁছে যাব'।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন