ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। ১৪৪ ধারা জারি সত্ত্বেও এদিন সকালে লাঠি হাতে বিডিও অফিসের সামনে জড়ো প্রচুর তৃণমূল কর্মী-সমর্থক। তাঁদের নিশানায় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকি। তাঁর পিঠের চামড়া তুলে দেওয়ার হুঁশিয়ারি দিলেন তৃণমূল কর্মীরা।
পঞ্চায়েত ভোটের নমিনেশন নিয়ে গত কয়েকদিন ধরে রণক্ষেত্রের চেহারা নিয়েছে বিভিন্ন এলাকা। মনোনয়ন পেশকে কেন্দ্র করে কার্যত যুদ্ধক্ষেত্রে পরিণত হয়েছিল ভাঙড়।
এদিন সকালে ভাঙড়ের যে এলাকায় ১৪৪ ধারা জারি, অর্থাৎ মনোনয়ন কেন্দ্র সংলগ্ন এক কিলোমিটার এলাকার মধ্যেই দেখা গেল লাঠি হাতে প্রচুর তৃণমূল সমর্থক। সকলের মুখ বাধা, হাতে লাঠি, বাঁশ। তৃণমূলের সাফ কথা, নওশাদের লোকেরা গতকাল অশান্তি করেছে। আজ আর তাঁদের মনোনয়ন পেশ করতে দেওয়া হবে না।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন