প্রতি বারের মতন এবারের পঞ্চায়েত ভোটের মনোনয়ন পর্বে বিরোধীদের মনোনয়ন জমা দিয়ে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে। পাশপাশি তৃণমূল কংগ্রেসও ব্যতিব্যস্ত দলের মনোনয় নিয়ে। টিকিট না পেয়ে অনেকেই নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।
শনিবার দলের মোট ৫৬ জনকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। এদের মধ্যে নদিয়ার সংখ্যাটা সবচেয়ে বেশি। সেখানে সাসপেন্ড হয়েছেন ২১ জন। উত্তর দিনাজপুরের রয়েছেন ১৭ জন এবং বাকীরা রয়েছেন অন্যান্য জেলায়। তালিকায় আরও যারা রয়েছেন তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানা যাচ্ছে। তৃণমূল সূত্রে খবর, এতে দলের অস্বস্তি বাড়বে না। বরং দল যে তার সিদ্ধান্তে অনড় তা জানিয়ে দেওয়া হল।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন