১৯৯৮ সালে তৃণমূলের জন্মলগ্ন থেকে তৃণমূল কংগ্রেসের বিশ্বস্ত সৈনিক। সম্প্রতি 'দিদির দূত' হিসেবে এলাকায় গিয়ে তাঁর বাড়িতেই মধ্যাহ্নভোজন সেরেছিলেন এলাকার বিধায়ক জুন মালিয়া। শাসকদলের সেই দাপুটে ও সুপরিচিত নেতা এবারের সিপিএমের প্রার্থী। জঙ্গলমহলের শালবনীতে এ যেন উলটপুরাণ।
শাসকদল তৃণমূল কংগ্রেসের বিদায়ী গ্রাম পঞ্চায়েত সদস্য সুকুমার ঘোষ যিনি এলারায় চণ্ডী ঘোষ নামেই পরিচিত, এবারের পঞ্চায়েত নির্বাচনে সিপিআইএম প্রার্থী।
গত ২৫ বছর ধরে দাপটের সঙ্গে তৃণমূল কংগ্রেস করে আসা বিদায়ী গ্রাম পঞ্চায়েত সদস্য চণ্ডী ঘোষকে এবার টিকিট দেয়নি তৃণমূল। তার বদলে সমর হাতি নামে তুলনায় নবীন এক তৃণমূল কর্মীকে টিকিট দিয়েছে দল। চণ্ডী বলেন, "বিধায়ক জুন মালিয়া আমার বাড়িতে এসে আমাকে কথা দিলেও, অঞ্চল সভাপতি ও স্থানীয় নেতৃত্ব আমার সঙ্গে বেইমানি করল!" তাই, সিপিআইএম থেকে মনোনয়ন জমা দিয়েছেন চণ্ডীবাবু। আত্মবিশ্বাসী চণ্ডী ঘোষ বলেন, "জিতব তো আমি একশ শতাংশ! আমি মানুষের পাশে ছিলাম। মানুষ আমার সঙ্গে আছেন।"
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন